শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবিভাগের আওতায় স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটিকনিক ইনষ্টিটউট, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিকশিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটউট, টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের উপযোগী আধুনিক, বিজ্ঞান সম্মত ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ, সম্প্রসারণ ও সংস্কারসহ আসবাবপত্র সরবরাহের কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর , পুরাতন 3000স্কুল প্রকল্পের আওতায় বরগুনা জেলার বিভিন্ন উপজেলায় মোট ২০-টি বে-সরকারি স্কুলে 04-তলা ভিতবিশিষ্ট 01-তলা ভবনসহ আসবাবপত্র সরবারহ করা হয়। তথ্য ও প্রযুক্তির সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বে-সরকারি কলেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বরগুনা জেলার বিভিন্ন উপজেলাতে সর্বমোট ১২-টি বে-সরকারি কলেজে 04-তলা ভীতবিশিষ্ট 04-তলা একাডেমিক ভবননির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়, যার ভিতর ১২-টি কলেজের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে । সেসিপ প্রকল্পের আওতায় বরগুনা জেলার বিভিন্ন উপজেলাতে ১৩-টি প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ করা হয়। এছাড়াও 7016 প্রকল্পের আওতায় বরগুনার সকল উপজেলাতে বিভিন্ন সরকারি ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর , নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন (3000 স্কুল) প্রকল্পের আওতায় ২০-টি শিক্ষা প্রতিষ্ঠানের (৫-তলা ভীতবিশিষ্ট 0৫-তলা একাডেমিক ভবন নির্মাণসহ আসবাবপত্র সরবারহ) মধ্যে ৮-টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ শেষ হয়েছে বাকিগুলো চলমান, এছাড়াও নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উর্ধ্বমূখী সম্প্রসারণ শীর্ষক(3250-টি স্কুলের সম্প্রসারণসহ আসবাবপত্র সরবারহ) প্রকল্পের আওতায় ২১-টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৬-টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ শেষ হয়েছে বাকিগুলো চলমান এবং নির্বাচিত মাদ্রাসাসমূহের স্থাপন শীর্ষক প্রকল্প-(1800) আওতায় ১২-টিশিক্ষা প্রতিষ্ঠানের (4-তলা ভীতবিশিষ্ট 04-তলা একাডেমিক ভবন নির্মাণসহ আসবাবপত্র সরবারহ) মধ্যে ৫-টি মাদ্রাসার নির্মাণ কাজ শেষ হয়েছে বাকিগুলো চলমান। এছাড়াও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর , বরগুনা কর্তৃক বরগুনা জেলার বিভিন্ন উপজেলাতে সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানসমূহে 04-তলা ভীতবিশিষ্ট 01-তলা একাডেমিক ভবনসহ মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সরবারহের কাজ চলমান রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS